মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করোনা আক্রান্ত

মোঃ আলমগীর খন্দকার / ১১৮৯ বার
আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করোনা আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করোনা আক্রান্ত

নরসিংদী জার্নাল: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। গতকাল মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে অ্যাান্টিজেন পরিক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, ডিসি হায়াত উদ- দৌলা খানের শরীরে করোনার কোনো উপসর্গ ছিলো না। গত ১৪ দিন আগে তার স্ত্রী-সন্তান করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন।
১৪ দিন অতিবাহিত হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে ডিসি স্যারসহ তারা অ্যাান্টিজেন পরিক্ষা করেন। পরিক্ষার ফলাফলে তার স্ত্রী ও ছেলের করোনা নেগেটিভ ফলাফল আসে তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান স্যারের পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েচ্ছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৩২৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ৫৭৯ জনের সরিলে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৩৬ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!