নবীনগর প্রতিনিধি, নরসিংদী জার্নাল: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে বজ্রপাতে শাহাদাত হোসেন নামে (২০) বছরের এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেল সারে তিনটার দিকে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর ও তিলোকিয়া গ্রামের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উক্ত ইউনিয়নের মো. শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সারাদিন আকাশে রোদ ছিলো। আকস্মিক আকাশ মেঘাচ্ছন হয়ে বৃষ্টি পরতে শুরু করে। এসময় শাহাদাত ফসলি মাঠ থেকে এক ঝাঁক হাঁসের পাল নিয়ে তার খামারে যাচ্ছিলেন। এসময় হঠাৎ আকাশে বিজলী চমকে তার উপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিয়াজুল হক কাজল।