বুধবার, ০৭ জুন ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও আহত-২

মাহবুবুর রহমান / ১৪৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও আহত-২
মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও আহত-২। ছবি: সংগৃহীত

মনোহরদী প্রতিনিধি, নরসিংদী জার্নাল: মনোহরদীতে দোকান ঘরের ফ্লোর ভাঙ্গার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু ঘটেছে। এতে আহত হয়েছে আরও দুইজন। নিহত মিস্ত্রি হারুন (২৬) খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আঃ কুদ্দুসের পুত্র। মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও আহত-২আমিনুল ও বিল্লালের সাথে কথা বলে জানা যায়, তারা কয়েকজন মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে মনোহরদীর চালাকচর বাজারের নজরুল ইসলামের দোকান ঘরে কাজ করছিলেন। এ সময় একটি লোহার তাক সরাতে গেলে তাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিস্ত্রি হারুনসহ তারা ৩ শ্রমিক ছিটকে পড়ে আহত হন।

দ্রুত চিকিৎসার জন্য তাদেরকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মিস্ত্রি হারুন কে মৃত ঘোষনা করা হয়। একই গ্রামের বিল্লাল (২৪) কে আহত অবস্থায় মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আমিনুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারো মমোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও আহত-২।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!