স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল:- নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুরে সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল মাহমুদ পাভেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাওন সাহা।
এ সময় পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদ আলম মাসুমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
রক্তদানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয় এই শ্লোগানে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে এই সংগঠনের সদস্যদের থেকে ১২১৩ ব্যাগ দান করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।