তানভির আহমেদ, স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল: নরসিংদীর মনোহরদীতে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের নোয়ানগর বাজারে সোসাইটি ফর সোশাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশের (এস এস টি এস) এর অর্থায়নে ওই এলাকার ৩০জন পিছিয়ে পড়া নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ডালী ,লোকাল কর্ডিনেটর ডাক্তার রিয়াজ উদ্দিন, অফিস সমন্বয়ক মোঃ জামাল উদ্দিন,ইউপি সদস্য মান্নান দেওয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।