তানভির আহমেদ, স্টাফ রিপোর্টার:- মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত। নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন সমেদচান্দের বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেন চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রজব আলী সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃ আবুল কালাম মেয়াজউদ্দিন সাবেক আইন বিষয়ক সম্পাদক চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ,মোঃ ডালিম মিয়া আহবায়ক চরমান্দালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ,
মুুুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন,শরিফ মিয়া সাংগঠনিক সম্পাদক চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ,আলমগীর হোসেন সাবেক ছাত্রলীগ সভাপতি চরমান্দালিয়া ইউনিয়ন,মোঃ দুলাল সাবেক ইউপি সদস্য ২ নং ওয়ার্ড প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফা। পরে কেক কাটার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।