বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন

মেঘনা পাড়ের মেয়ে

অপু সুলতান / ১০৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
মেঘনা_পাড়ের_মেয়ে
মেঘনা পাড়ের মেয়ে || অপু সুলতান

নদীর ধারে কে গো তুমি জল আনিতে যাও
তোমায় দেখে ঘাটের মাঝি উল্টো টানে নাও
মুক্তোঝরা হাসি তোমার আলতা রাঙ্গা পাও
ডাগর চোখে উদাস মনে গুনগুনিয়ে গাও

ছলাৎ ছলাৎ চল তুমি না দেখে ডান বাও
দেহতো নয় লাউয়ের ডগা পিছন ফিরে চাও
মেঘনার ঐ ঢেউ তনু মনে বাতাসে দোল খাও।

অধর লালে বেলা শেষে গোধূলি রাঙ্গাও
নগ্নপদে ছুটে চলে ঘাসের ঘুম ভাঙ্গাও
উড়না তোমার বনোলতা বাতাসে দোলাও
ঘনকালো কেশে তুমি ধূসর মেঘ উড়াও
বাগান বিনা বালুর বেলায় সুরভি ছড়াও
নদীর ধারে কে গো তুমি কলসি কাখে যাও
তোমায় দেখে ঘাটের মাঝি উল্টো টানে নাও।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!