বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

মেহগনি গাছ থেকে যুব’কের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার

নাসিম আজাদ / ১১৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
পলাশে_অবৈধ_ট্রলির_চা'পায়_শি'শুর_মৃ'ত্যু

নরসিংদীর পলাশে ঢাকা – চরসিন্দুর সড়কের মালিতা উত্তর দেওরা কাঁঠাল তলার নিকটস্থ আসাদ মিয়ার বাড়ির পূর্বে সড়কের পাশের একটি মেহগনির থেকে ঝু’ল’ন্ত অবস্থায় অ’জ্ঞা’ত এক যুব’কের লা’শ’ উদ্ধার করা হয়েছে।

নাসিম আজাদ, নরসিংদী জার্নাল: আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাতটার কিছু পরে স্থানীয় এলাকাবাসী রাস্তার পাশে ঝু’ল’ন্ত অবস্থায় দেখে, প্রথমে চরসিন্দুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন জানায়।

পরে তিনি পলাশ থানা পুলিশকে জানালে পুলিশ সকাল ৯ টায় ঘটনাস্থলে এসে ঝু’ল’ন্ত অবস্থা থেকে লাশটিকে উ’দ্ধা’র করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লা’শ’টির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা আ’ত্ম হ’ত্যা।

এব্যাপারে পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লা’শ’টি সনা’ক্তের জন্য পুলিশ কাজ করছে।

ময়’না’তদ’ন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের ম’র্গে’ পাঠানো হয়েছে। ময়’নাত’দ’ন্তের রিপো’র্টের ভিত্তিতে আমরা পরবর্তী আ’ইন’গত ব্যবস্থা গ্রহণ করবো।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নরসিংদী জার্নাল বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!