বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন

মোল্লা আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানের নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্ক, নরসিংদী জার্নাল / ১০২৪ বার
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
মোল্লা_আখুন্দের_নেতৃত্বে_আফগানিস্তানে_তালেবানের_নতুন_সরকার
মোল্লা আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানের নতুন সরকার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, নরসিংদী জার্নাল ডট কম: মোল্লা আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানের নতুন সরকার। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এই সরকারের নেতৃত্ব দেবেন। তালেবানের আরেক সহ- প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি তার ডেপুটি হিসেবে কাজ করবেন। সংবাদনাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের একজন মুখপাত্র।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন মোল্লা
হাসান আখুন্দ এবং এই সরকারের উপ-নেতা হবেন তালেবান সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। নতুন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। মোল্লা সালাম হানাফি দ্বতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সারাজউদ্দিন হাক্কানি।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই মন্ত্রিসভা ‘ভারপ্রাপ্ত’। সামনে তারা আরও অন্যান্য গ্রুপের নেতাদের সরকারে অন্তর্ভক্ত করার চেষ্টা করবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!