বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন

যুবলীগ নেতা নির্ঝরের জাতীয় শোক দিবস পালন

প্রদীপ কুমার দেবনাথ / ১১১৭ বার
আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
যুবলীগ নেতা নির্ঝরের জাতীয় শোক দিবস পালন
যুবলীগ নেতা নির্ঝরের জাতীয় শোক দিবস পালন

বেলাব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: ঢাকা মহানগর উত্তরের যুবলীগের কার্যকরী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী বেলাব উপজেলার সন্তান খোকন মাহমুদ নির্ঝরের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় বেলাবতে আজ রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগস্টে বিপদগামী পাকিস্তানি পেতাত্মা ও কুচক্রী মহলের বুলেটে নিহত জাতির জনক ও পরিবারবর্গসহ আত্মীয়স্বজনের শাহাদতবার্ষিকীতে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে এক মিনিট নিরবতা পালনের পর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানটি শুরু হয়।

বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও রাজনৈতিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন বক্তৃতায় মহান এ নেতা, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজনদের হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে খুনিদের বংশধর ও রাজাকারদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান। তাছাড়া নিপীড়িত, নির্যাতিত প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করে আওয়ামীলীগকে আরো সুগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজরুল, খোকন মাহমুদ নির্ঝর সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!