মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্যদিয়েই ওই এলাকার উন্নয়ন হয়- মনোহরদীতে শিল্পমন্ত্রী

মাহবুবুর রহমান / ১৩৪৯ বার
আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্যদিয়েই ওই এলাকার উন্নয়ন হয়- মনোহরদীতে শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি

মনোহরদী প্রতিনিধি, নরসিংদী জার্নাল: যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে তত উন্নত হবে দেশ। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা-ঘাট সংস্কার, প্রশস্তকরণসহ নির্মিত হচ্ছে নতুন রাস্তা। কারণ কোন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্যদিয়েই ওই এলাকার উন্নয়ন হয়।

গত রবিবার দুপুরে নরসিংদী মনোহরদীর সাভারদিয়া মোড়ে জিসি-সাভারদিয়া আর এন্ড এইচ সড়ক প্রশস্তকরণ সহ মেরামত কাজ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় সরকারের উন্নয়ন কাজে সকলকে সহযোগিতার আহব্বান জানান মন্ত্রী।

শুকুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক কামালের সঞ্চালনায় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রিয়াজউদ্দিন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক বজলু, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তৌহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান শফিকুল, স্থানীয় ইউপি সদস্য ওসমানগনী, ইউপি সদস্য জামাল উদ্দিন তুফানসহ প্রমুখ।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে রাস্তাটি প্রশস্তকরণ সহ মেরামত কাজটি করছেন মেসার্স শামীম কনস্ট্রাকশন। যার (প্রায় ৬ কি.মি. রাস্তা) প্রশস্তকরণ সহ মেরামত কাজে ব্যায় হবে প্রায় ৮ কোটি টাকা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!