বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন

লকডাউনের ৯ম দিনে নরসিংদীতে ৭১ মামলায় অর্থদন্ড করেন

নিজস্ব প্রতিনিধি | নরসিংদী জার্নাল / ১১৩৯ বার
আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
লকডাউনের ৯ম দিনে নরসিংদীতে ৭১ মামলায় অর্থদন্ড করেন
নরসিংদীতে ৭১ মামলায় অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদী জেলা শহর ও উপজেলায় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

দ্বিতীয় পর্যায়ের কঠিন লকডাউনের নবম দিনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় সকাল থেকে সন্ধা পর্যন্ত এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় নরসিংদী জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সরকারী নির্দেশ ও বিধিনিষেধ অমান্য করায় ১০টি মোবাইল কোর্টে ৭১টি মামলায় ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন। মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!