সুজন বর্মণ, নরসিংদী জার্নাল: নরসিংদীর শিবপুর উপজেলায় বাসচাপায় পরিমল চন্দ্র সাহা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইটাখোলা চত্বরসংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিমল চন্দ্র সাহা শিবপুরের শাষপুর এলাকার মৃত বিহারী লাল সাহার ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ইটাখোলা চত্বর এলাকায় শরীফ সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে সবজি কিনছিলেন পরিমল চন্দ্র সাহা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী উত্তরা কাজী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, বাজার করতে এসে বৃদ্ধ এক ব্যক্তি বাসচাপায় নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছেন। লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নরসিংদী জার্নাল বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।