নাসিম আজাদ, নরসিংদী জার্নাল: ৬২ বছরের বৃদ্ধ ২০ কিলোমিটার সাঁতরে পুরস্কারের টাকা দান করলেন মসজিদ নির্মানে। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা বাজার ঘাট থেকে সাতার শুরু করেন। রাজনগর, নলবাডা হয়ে ১১টা ৪০ মিনিটে মেঘনা নদীপথে সাঁতার কেটে চলে আসেন নরসিংদী জেলা শহরের থানা ঘাটে। নদীতে তার পেছনে বেশ কিছু নৌকায় ছিল উৎসুক নানা বয়সীর মানুষ। ডাঃ বকুলের পর ২য় ব্যাক্তি হিসেবে তিনি আজ আরেকটি রেকর্ড গরেছেন। পুরস্কার হিসেবে ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা।
তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়ি বালুয়া কান্দি গ্রামের বাসিন্দা। তার নাতি ইবনুল কবির জানান, এর আগেও নানা ২ কেজি মধু পান করে তিনদিন পরে রয়েছিলেন বাড়ির পাশ দিয়ে বইয়ে যাওয়া মেঘনা নদীতে। কৃষক শহিদুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এর আগেও আমি এই মেঘনা নদীতে সাঁতার কেটে রাজনগর থেকে নরসিংদী শহরের থানা ঘাট আসা যাওয়া করেছি।
আমার পুরস্কারের ১ লক্ষ ৫০ হাজার টাকা বাড়ির পাশে মসজিদ নির্মান কাজে দিয়ে দিবো। সাতার কাঁটার আগেই পণ করেছিলাম, যদি আমি সুস্থ থাকি পুরস্কারের পুরো টাকাটাই মসজিদ নির্মান কাজে দিয়ে দিবো। আমি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ।