মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন

৬৮ বছর বয়সেও কাসেম আলীর ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা

প্রদীপ কুমার দেবনাথ / ১০১৯ বার
আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
৬৮ বছর বয়সেও কাসেম আলীর ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা
৬৮ বছর বয়সেও কাসেম আলীর ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা। ছবি: নরসিংদী জার্নাল

বেলাব প্রতিনিধি নরসিংদী জার্নাল: ৬৮ বছর বয়সেও বয়স্ক ভাতা জোটেনি নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের চকমখোলা গ্রামের দিনমজুর কাশেম আলীর ভাগ্যে। তিনি প্রতিবন্ধী ও। এই বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে মানুষের জমিতে কাজ করছেন তিনি। বয়স্ক লোক তাই সকলে কাজও দিতে চাননা তাকে। তাইতো কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরেন। যেদিন কাজ জুটে সেদিন দুবেলা খাবার জুটে আবার এমনও দিন আছে কাজও জুটেনা এবং খাবারও জুটেনা। সাত সদস্যবিশিষ্ট পরিবারের একমাত্র কর্তা তিনিই। কষ্টে কাটাচ্ছেন প্রতি মহুর্ত। কিন্তু শতকষ্টের মাঝে বেঁচে থাকলেও কাশেম আলীর কপালে জোটেনি বয়স্ক ভাতা। করোনা মহামারীতে কাজ পাওয়া যায় না বললেই চলে। মানুষও কাউকে কিছু দিতে চায়না। অবস্থা ভয়াবহ চারপাশে। অতি কষ্টে দিনাতিপাত করা কাশেম আলী নানা রোগেও আক্রান্ত। কাশেম আলী নরসিংদী জার্নালকে জানান , আমার জীবনটা অভিশপ্ত ভাই। সরকার গরিব মানুষকে পাকা ঘর দিলেও আমার কপালে জোটেনি কিছুিই । বয়স ৬৮ বছর হইল তাও কপালেতে ভাতা, ঘর কোনটাই জুটলো না বাহে! আমি মরলে সরকার বয়স্ক ভাতা দিবে। পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান জানান, তার নাম তালিকায় দেওয়ার পরও তিনি কীভাবে বয়স্ক ভাতা থেকে বাদ পড়লেন বুঝলাম না। তবে তিনি যাতে এই অর্থ বছরেই বয়স্ক ভাতা পান সে ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!