প্রদীপ কুমার দেবনাথ, নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: বেলাবতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর ) বুধবার সকালে বেলাব উপজেলা চত্বরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের মাঠে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)এর আওতায় ৮ টি প্রতিষ্ঠানে ৯৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার এসব প্রতিষ্ঠানে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়নাধীন জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বেলাব উপজেলায় ২৫০০ চারা বিতরণ কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর,
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আক্তার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।