তানভীর আহমেদ স্টাফ রিপোর্টার: মনোহরদীতে বাজার অবকাঠামো নিমার্ণে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ। মনোহরদীতে গত এক যুগে আর্থ-সামাজিকসহ বিভিন্ন অবকাঠামো খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার গ্রাম হবে শহর।
এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা বাজারের বিভিন্ন অবকাঠামো নিমার্ণে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
বরাদ্দকৃত অর্থ ব্যায়ের রূপরেখা প্রনয়নে মতবিনিময়ের লক্ষ্যে ৪ অক্টোবর সোমবার বড়চাপা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বড়চাপা বাজার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি চেয়ারম্যান এম সুলতান উদ্দিন সাহেব, বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক, বাজার পরিচালনা সহসভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শুভাকাঙ্খী ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।