বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

নদী পথে নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে নবীনগরে নোঙরের মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ / ৬৭৭ বার
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
social_organization_anchor_manabbandhan_innabinagar_to_ensure_safe_travel_by_river

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন ‘নোঙের’র উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগষ্ট বুধবার সকাল ১১টায় নবীনগর সদর লঞ্চঘাট টার্মিনালে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর নবীনগর উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ডা. মো. আব্দুর রোফ,
নোঙর কর্মী দার্শনিক মোজাম্মেল হক, নোঙর কর্মী প্রভাষক আইনুল হক, শিক্ষক মো. খলিলুর রহমান, সামাজিক সংগঠন গ্রীন নবীনগরে প্রতিষ্ঠাতা মাহাবুব রহমান, নোঙর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মী কবি কেএম সফর আলি, নোঙর কর্মী জান্নাতুল সাফি,নোঙর কর্মী শেখ হাবিব, নোঙর কর্মী সজীব বর্মন, নোঙর কর্মী ফরহাদুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নৌ-পথে নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষে যাত্রীদের লাইফ জ্যাকেট, বয়া সহ নৌযানে অভিজ্ঞতা সম্পুর্ন চালক নিশ্চিতের জোর দাবি জানান।

পরে নোঙর কর্মীরা নৌ-নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সুনির্দিষ্ট কিছু দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি অঙ্গ প্রতিষ্ঠান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!