স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল: সবুজ বেষ্টনী গড়তে নরসিংদীর পলাশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার জিনারদী ইউনিয়নে আজ রবিবার (২২ আগষ্ট) দুপুরে মাঝেরচর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোদন করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আমিনুল হক ভূইয়া।
জিনারদী ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আশীষ কুমার চন্দ।
জিনারদী ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি মোঃ ফয়সাল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, মোস্তাক খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।